Ajker Patrika

বুথে ঢুকে এটিএম ভাঙার চেষ্টা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫: ২১
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা লুট করতে ব্যাংক এশিয়ার একটি বুথে ঢুকে এটিএম ভাঙার চেষ্টাকালে আশরাফ ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে ব্যাংক এশিয়া লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখাসংলগ্ন এটিএম বুথে এ ঘটনা ঘটে। আটক আশরাফ জেলা শহরের নয়পুর এলাকার বাসিন্দা। তিনি ওষুধের ব্যবসা করেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাপ ও মাস্ক পরে শহরের কোর্ট রোডের ব্যাংক এশিয়ার শাখাসংলগ্ন বুথে ঢোকেন আশরাফ। বুথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী সাইফ লেনদেনের জন্য ক্যাপ ও মাস্ক খুলতে বলেন।

এ সময় আশরাফ তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ছুরি খুলে সাইফের গলায় ধরে তাঁকে বাঁধার চেষ্টা করেন। পরে আরেক নিরাপত্তারক্ষী লিটন ঘটনা টের পেয়ে বুথের ভেতরে ঢুকে সাইফকে উদ্ধার করেন। এরপর আশরাফকে তাঁরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রাথমিকভাবে আশরাফকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, তাঁর দুই লাখ টাকা দেনা আছে। সেই দেনা শোধের কোনো উপায় না পেয়ে বুথে ঢুকে এটিএম ভেঙে টাকা লুটের পরিকল্পনা করেন। ঘটনাস্থল থেকে শাবল, ছুরি ও লোহার পেরেক জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, ‘আশরাফকে আটক করার পর তার পরিবারের সদস্যেরা থানায় আসেন। তাঁদের দাবি তিনি মানসিক রোগী। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। পরিবারের সদস্যেরা চিকিৎসার প্রেসক্রিপশন দেখিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত