Ajker Patrika

ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৬: ০১
ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা

নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেড়েছে দরজিদের কর্মব্যস্ততা। নতুন পোশাক তৈরির জন্য দিন-রাত টানা কাজ করছেন তাঁরা। দরজিরা বলছেন, করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদে তেমন কাজের ব্যস্ততা ছিল না। তাঁদের প্রত্যাশা গত দুই বছরের লোকসানের কিছুটা এবার সমন্বয় করতে পারবেন।

উপজেলার কয়েকটি বাজারের দরজি দোকান ঘুরে দেখা গেছে, পুরোদমে চলছে পোশাক তৈরির কাজ। প্রতিটি দোকানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাটা কাপড়। আবার অর্ডার অনুযায়ী প্রস্তুতকৃত বিভিন্ন ডিজাইনের কাপড়ও টাঙিয়ে রাখা হয়েছে দেয়ালে।

কয়েকজন দরজির সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে ক্রেতাদের সংখ্যা বেশি। তাই দোকানের কর্মচারীদেরও কাজ করতে হচ্ছে দিন-রাত বিরামহীনভাবে। সেলাইয়ের মজুরিও নেওয়া হচ্ছে নিয়মিত সময়ের চেয়ে বেশি।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে সবসময়ই তাঁরা কাপড় বানিয়ে পরেন। রেডিমেড কাপড়ে অনেক সময় ফিটিংসে সমস্যা হয়। আর কাপড় কিনে বানিয়ে পরলে মাপ-ঝোঁকের সমস্যা থাকে না। আবার নিজেদের পছন্দমতো ডিজাইনেও এ ক্ষেত্রে কোনো সমস্যা হয়। চলতি মৌসুমে দরজিরা কিছুটা বেশি মজুরি নিচ্ছেন। থ্রি-পিস ৩০০ থেকে ৩৫০ টাকা, শার্ট ৩০০, প্যান্ট ৪০০ থেকে ৪৫০, পাঞ্জাবি ৪৫০ থেকে ৫০০, বোরকা ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে সেলাইয়ের মজুরি হিসেবে।

উপজেলা সদরের দেনায়েত মার্কেটের দোকান অ্যারাবিয়ান টেইলার্স অ্যান্ড বোরকা হাউসে গিয়ে দেখা যায়, কর্মীরা সবাই পাঞ্জাবি সেলাইয়ে ব্যস্ত। টেইলার্সের স্বত্বাধিকারী মো. আল আমিন বলেন, ১৫ রমজানের পর কোনো নaতুন অর্ডার নিচ্ছি না। যেসব অর্ডার নেওয়া হয়েছে, সেসবের কাজ শেষ করাই কঠিন হয়ে যাবে। যে করেই হোক অর্ডার করা পাঞ্জাবি ঈদের আগেই ডেলিভারি দিতে হবে। তাই দিনে-রাতে কাজ করছেন কর্মচারীরা।

মনোহরদী বাসস্ট্যান্ডসংলগ্ন আধুনিক টেইলার্সে গিয়ে দেখা যায়, এখানে ৩-৪ জন কাপড় কাটা ও সেলাইয়ের কাজে ব্যস্ত। আধুনিক টেইলার্সের মালিক মনির হোসেন বলেন, ‘আগের তুলনায় কাপড় বানানোর অর্ডার এ বছর বেশি পেয়েছি। তাই আমাদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। যেহেতু কাজের চাপ বেশি, তাই আয়ও আগের চেয়ে বেশি হবে বলে আশা করছি।’

সব মিলিয়ে এবার ঈদে ভালো লাভের আশা করছেন দরজিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত