‘ভুয়া ভুয়া’ বলা খারাপ না ভালো— জানতে চেয়ে কোনো মন্তব্য করেননি সিকান্দার রাজা
বাংলাদেশ–জিম্বাবুয়ে টি–টোয়েন্টি সিরিজের এক ম্যাচপরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে সিকান্দার রাজা বলেছেন, তিনি আউট হওয়ার পর গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ চিৎকার করছিল দর্শকেরা। রাজা তখন জানতে চেয়েছেন, ভুয়া ভুয়া বলা খারাপ নাকি ভালো। সোশ্যাল মিডিয়ায় এই দাবি করে রাজার মন্তব্য ভেসে বেড়াচ্ছে