বিনোদন ডেস্ক
সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।
কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।
উল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।
সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।
কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।
উল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৫ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে