‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
১০ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
১১ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১৮ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১৮ ঘণ্টা আগে