‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে