সঞ্জয় লীলা বানসালি পরিচালিত প্রথম সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে দর্শকমহলে বেশ চর্চা হয়েছে। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। সিরিজটিতে ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি পতিতালয়ের গল্প উঠে এসেছে। প্রথম সিজনের সফলতার পর এবার আসতে যাচ্ছে দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হীরামান্ডি ২–এর ঘোষণা দিয়েছে।
ইনস্টাগ্রামে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, “হীরামান্ডি টু” যখন আসবে।’
এর আগে খবর এসেছিল হীরামান্ডি ২ বানাবেন না সঞ্জয় লীলা বানসালি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি তখন জানিয়েছিলেন, হীরামান্ডি নিয়ে তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। তবে সেই কথার ওপর নয়া প্রলেপ চাপিয়ে এবার আসছে হীরামান্ডির দ্বিতীয় সিজন।
বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শোটি। সে জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘সিজন টু’’ নিয়ে আমরা ফিরব।’
সিরিজটির প্রথম সিজনে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লির গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। সেখানে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী—মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শক মহলের। এই সিরিজের হাত ধরেই দীর্ঘদিন পর বলিউডে ফিরেছেন অভিনেতা ফারদিন খান।
এই সিজনে দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু নর্তকী বলিউড ইন্ডাস্ট্রি আর কলকাতার টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। তবে তাঁদের জীবন বদলায় না। লাহোরে ‘বাবু’দের সামনে তাঁদের নাচতে হতো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে প্রযোজকদের সামনে নাচতে হয় তাঁদের। তাঁদের জীবন গাঁথাই ফুটে উঠবে এই সিজনে। তবে এবার অভিনয়ে কারা থাকছেন তা জানা যায়নি।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত প্রথম সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে দর্শকমহলে বেশ চর্চা হয়েছে। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। সিরিজটিতে ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি পতিতালয়ের গল্প উঠে এসেছে। প্রথম সিজনের সফলতার পর এবার আসতে যাচ্ছে দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হীরামান্ডি ২–এর ঘোষণা দিয়েছে।
ইনস্টাগ্রামে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, “হীরামান্ডি টু” যখন আসবে।’
এর আগে খবর এসেছিল হীরামান্ডি ২ বানাবেন না সঞ্জয় লীলা বানসালি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি তখন জানিয়েছিলেন, হীরামান্ডি নিয়ে তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। তবে সেই কথার ওপর নয়া প্রলেপ চাপিয়ে এবার আসছে হীরামান্ডির দ্বিতীয় সিজন।
বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শোটি। সে জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘সিজন টু’’ নিয়ে আমরা ফিরব।’
সিরিজটির প্রথম সিজনে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লির গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। সেখানে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী—মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শক মহলের। এই সিরিজের হাত ধরেই দীর্ঘদিন পর বলিউডে ফিরেছেন অভিনেতা ফারদিন খান।
এই সিজনে দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু নর্তকী বলিউড ইন্ডাস্ট্রি আর কলকাতার টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। তবে তাঁদের জীবন বদলায় না। লাহোরে ‘বাবু’দের সামনে তাঁদের নাচতে হতো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে প্রযোজকদের সামনে নাচতে হয় তাঁদের। তাঁদের জীবন গাঁথাই ফুটে উঠবে এই সিজনে। তবে এবার অভিনয়ে কারা থাকছেন তা জানা যায়নি।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
২৫ মিনিট আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৩২ মিনিট আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৩৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৪০ মিনিট আগে