অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড...
৬ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে