ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।
ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।
জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
১৪ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
১৯ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
২০ ঘণ্টা আগে