Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
এ সপ্তাহের ওটিটি

টিকিট (বাংলা সিরিজ)
অভিনয়: সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক।
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: এক রাতে বাসযাত্রায় টাকার লোভে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক ও আতাবর। লোভের এ চক্রে এক এক করে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরা। শুরু হয় একের পর এক বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত একটি টিকিট নির্ধারণ করবে কারা হবে বিশৃঙ্খলার বলি আর কে জিতবে পুরস্কার।
 
দশম অবতার (বাংলা সিনেমা)
অভিনয়: জয়া আহসান, প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত 
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার প্রিক্যুয়েল ‘দশম অবতার’। বিশ্বরূপ নিজেকে বিষ্ণুর দশম অবতার মনে করে। তার ধারণা, পৃথিবীতে সে এসেছে দুষ্টের দমন করতে। তাই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, অসৎ ডাক্তারকে হত্যা করে সে। মৃতদেহের পাশে রেখে যায় চিহ্ন। তদন্তে নেমে প্রবীর বুঝতে পারে বিষ্ণুর দশম অবতারের ভাবনা থেকেই হত্যাগুলো করছে খুনি।
 
আলেকজান্ডার: দ্য মেকিং অব আ গড (ইংলিশ সিরিজ)
অভিনয়: বাক ব্রেইথওয়েট, স্টিভেন হার্টলি, জাদরান মালকোভিচ
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: প্রচীন গ্রিক রাজ্য মেসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনী নিয়ে তৈরি হয়েছে ডকু সিরিজটি। অ্যালেকজান্ডারকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা ও সফল সেনানায়ক। তিনি মহান দার্শনিক আরিস্টটলের কাছে শিক্ষা লাভ করেন। আলেকজান্ডার দেবরাজ জিয়ুসের সন্তান ছিলেন বলেও দাবি করেন কেউ কেউ। এই মহান সেনানায়কের ব্যক্তিজীবন, রাজনৈতিক জীবন আর সমরনীতির নানা দিক ফুটে উঠেছে সিরিজের গল্পে।
 
মিস পারফেক্ট (তেলুগু সিরিজ)
অভিনয়: লাবণ্য ত্রিপাটি, অভিজিৎ 
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লাবণ্য। নিজের আশপাশ তো বটেই, জীবনের সবটাই নিজের মতো করে ‘পারফেক্ট’ দেখতে চায় সে। অভিজিৎ তার প্রতিবেশী। রান্না করতে ভালোবাসে। লাবণ্যর মতো সেও সবকিছু পারফেক্ট দেখতে চায়। আরও দু-একজন প্রতিবেশীর আগমন ঘটে গল্পে। হঠাৎ করেই কোভিডের সংক্রমণ হয়। পরিবর্তন আসে জীবনযাত্রায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত