ঢালাই না করায় দুর্ভোগ
খুলনা মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে পিচ ঢালাই (কার্পেটিং) না করায় যানবাহন চলাচলসহ জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সড়কের ধুলায় পথচারী ও সড়কের দুপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। কবে এসব সড়কে কার্পেটিং হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না সিটি করপোরেশন কর্তৃপক্ষ।