কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, অসমাপ্ত কাজ শেষ করা ও আধুনিক কুমিল্লা গড়ার বার্তা দিয়ে প্রচার শুরু করেছেন তিন মেয়র প্রার্থী। তাঁদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে নেমে পড়েছেন। ছুটছেন প্রার্থীদের বাড়ি। গতকাল জুমার দিন হওয়ায় প্রার্থীরা ছুটে যান মসজিদে, কথা বলেন মুসল্লিদের সঙ্গে। প্রার্থীরা নির্বাচনে জয়ী হতে ভোটারদের মন জয়ের চেষ্টার কমতি রাখছেন না।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত নগরীর ২২ নম্বর ওয়ার্ড জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। পরে বেলা সাড়ে ৩টায় একই স্থানে পথসভা করেন। তা ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার এলাকা, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথসভা করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের খোঁজখবর নেন নৌকার প্রার্থী।
নির্বাচনী পথসভায় আরফানুল হক রিফাত বলেন, ‘আমি ভোটে জয়ী হলে অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করব। কোনো অনিয়ম আমাকে স্পর্শ করতে পারবে না। মেয়র নির্বাচিত হলে প্রথমেই আমি দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করব। কাউকে ছাড় দেব না। এ ছাড়া এক বছরের মধ্যেই যানজট ও জলাবদ্ধতা দূর করব।’
এদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু সকালে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে দিশাবন্দ এলাকায় গণসংযোগের মাধ্যমে শুক্রবারের প্রচার শুরু করেন। উনাইসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে মসজিদের সামনে উঠান বৈঠক করেন তিনি। পরে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ রাজাপাড়া আবাসন প্রকল্প মাঠে উঠান বৈঠক করেন। বিকেলে নেউরা চৌধুরী বাড়ির সামনে, সন্ধ্যায় ঢুলিপাড়া পকেট গেট এলাকায় ও রাতে ঢুলিপাড়ায় উঠান বৈঠক করেন মেয়র প্রার্থী সাক্কু।
এ সময় মনিরুল হক সাক্কু বলেন, ‘কুমিল্লা সিটির উন্নয়নে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকার প্রকল্পের কাজ শুরু করেছিলাম। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে, নগরীর জলাবদ্ধতা ও যানজন দূরীকরণ, রাস্তাঘাট উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধিকরণ। ওই সব উন্নয়ন প্রকল্পের পাশাপাশি দৃষ্টিনন্দন সেতু, নদী শাসন, নালা নির্মাণ, রাস্তাঘাটের আধুনিকায়ন ও আলোকসজ্জার মাধ্যমে নগরীর আধুনিকায়ন করা হবে। আমি এ উন্নয়নকাজ সমাপ্ত করতে এবারও প্রার্থী হয়েছি। তাই ভোটারদের কাছে দোয়া চাই, যেন জয়ী হয়ে বাকি কাজ শেষ করতে পারি।’
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল শুক্রবার সকাল ৯টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে থিরা পুকুরপাড় মসজিদের জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ভোট চান। এ সময় তিনি বলেন, ‘কুমিল্লার মানুষ দুভাগে বিভক্ত। একশ্রেণি হচ্ছে লুটেরা, আরেক পক্ষ নির্যাতিত নিষ্পেষিত ও অবহেলিত সাধারণ মানুষ। লুটেরা শ্রেণি থেকে কুমিল্লাকে মুক্ত করে আধুনিক শহর হিসেবে গড়তে আমি মাঠে আছি। ১৫ জুন ঘোড়া প্রতীকের বিজয় হবে।’
এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার প্রার্থী রাশেদুল ইসলাম নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। ১৩ জুন রাত ৮টায় কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার শেষ হবে। ১৫ জুন ভোট।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, অসমাপ্ত কাজ শেষ করা ও আধুনিক কুমিল্লা গড়ার বার্তা দিয়ে প্রচার শুরু করেছেন তিন মেয়র প্রার্থী। তাঁদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে নেমে পড়েছেন। ছুটছেন প্রার্থীদের বাড়ি। গতকাল জুমার দিন হওয়ায় প্রার্থীরা ছুটে যান মসজিদে, কথা বলেন মুসল্লিদের সঙ্গে। প্রার্থীরা নির্বাচনে জয়ী হতে ভোটারদের মন জয়ের চেষ্টার কমতি রাখছেন না।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত নগরীর ২২ নম্বর ওয়ার্ড জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। পরে বেলা সাড়ে ৩টায় একই স্থানে পথসভা করেন। তা ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার এলাকা, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথসভা করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের খোঁজখবর নেন নৌকার প্রার্থী।
নির্বাচনী পথসভায় আরফানুল হক রিফাত বলেন, ‘আমি ভোটে জয়ী হলে অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করব। কোনো অনিয়ম আমাকে স্পর্শ করতে পারবে না। মেয়র নির্বাচিত হলে প্রথমেই আমি দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করব। কাউকে ছাড় দেব না। এ ছাড়া এক বছরের মধ্যেই যানজট ও জলাবদ্ধতা দূর করব।’
এদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু সকালে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে দিশাবন্দ এলাকায় গণসংযোগের মাধ্যমে শুক্রবারের প্রচার শুরু করেন। উনাইসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে মসজিদের সামনে উঠান বৈঠক করেন তিনি। পরে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ রাজাপাড়া আবাসন প্রকল্প মাঠে উঠান বৈঠক করেন। বিকেলে নেউরা চৌধুরী বাড়ির সামনে, সন্ধ্যায় ঢুলিপাড়া পকেট গেট এলাকায় ও রাতে ঢুলিপাড়ায় উঠান বৈঠক করেন মেয়র প্রার্থী সাক্কু।
এ সময় মনিরুল হক সাক্কু বলেন, ‘কুমিল্লা সিটির উন্নয়নে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকার প্রকল্পের কাজ শুরু করেছিলাম। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে, নগরীর জলাবদ্ধতা ও যানজন দূরীকরণ, রাস্তাঘাট উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধিকরণ। ওই সব উন্নয়ন প্রকল্পের পাশাপাশি দৃষ্টিনন্দন সেতু, নদী শাসন, নালা নির্মাণ, রাস্তাঘাটের আধুনিকায়ন ও আলোকসজ্জার মাধ্যমে নগরীর আধুনিকায়ন করা হবে। আমি এ উন্নয়নকাজ সমাপ্ত করতে এবারও প্রার্থী হয়েছি। তাই ভোটারদের কাছে দোয়া চাই, যেন জয়ী হয়ে বাকি কাজ শেষ করতে পারি।’
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল শুক্রবার সকাল ৯টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে থিরা পুকুরপাড় মসজিদের জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ভোট চান। এ সময় তিনি বলেন, ‘কুমিল্লার মানুষ দুভাগে বিভক্ত। একশ্রেণি হচ্ছে লুটেরা, আরেক পক্ষ নির্যাতিত নিষ্পেষিত ও অবহেলিত সাধারণ মানুষ। লুটেরা শ্রেণি থেকে কুমিল্লাকে মুক্ত করে আধুনিক শহর হিসেবে গড়তে আমি মাঠে আছি। ১৫ জুন ঘোড়া প্রতীকের বিজয় হবে।’
এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার প্রার্থী রাশেদুল ইসলাম নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। ১৩ জুন রাত ৮টায় কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার শেষ হবে। ১৫ জুন ভোট।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪