সুন্দর স্কুল চেয়ে মোদির কাছে আবেদন, ভিডিও ভাইরাল খুদে শিক্ষার্থীর
সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীর বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’