Ajker Patrika

চোখে কালো পট্টি, জার্মান চ্যান্সেলরকে ‘জলদস্যু ওলাফ’ বলে হাস্যরস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৫১
চোখে কালো পট্টি, জার্মান চ্যান্সেলরকে ‘জলদস্যু ওলাফ’ বলে হাস্যরস

জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।

বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।

বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।

চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।

ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত