ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।
পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।
এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’
ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।
পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।
এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৬ ঘণ্টা আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে