Ajker Patrika

ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনলেন বৃদ্ধা 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫০
ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনলেন বৃদ্ধা 

ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।

পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।

এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’

অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত