ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা
ফিফা র্য্যাঙ্কিংয়ে যখন উল্টো পথে হাঁটছে পুরুষ ফুটবল দল, বাংলাদেশের নারী ফুটবলে তখন সাফল্যের হাওয়া। ধারাবাহিক অবনতিতে যেখানে ছেলেদের র্যাঙ্কিং যেকোনো সময় ছুঁতে পারে ২০০, সেখানে সাত ধাপ এগিয়েছেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা।