নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৪ ঘণ্টা আগে