নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
২ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৭ ঘণ্টা আগে