Ajker Patrika

গোপালপুরে কৃষ্ণাকে ফুল দিয়ে বরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুরে কৃষ্ণাকে ফুল দিয়ে বরণ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর কৃষ্ণা রানী সরকার এখন তাঁর গ্রামের বাড়িতে অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণা নিজ উপজেলা টাঙ্গাইলের গোপালপুর পৌঁছেছে। প্রথমে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান সুতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

এ সময় সেখানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। কৃষ্ণাকে কাছে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমায়। কৃষ্ণা ফুটবলে হাতেখড়ি মাঠে কিছু সময় হাঁটাহাঁটি করেন।

অন্যদিকে কৃষ্ণার আগমনে তার গ্রামের বাড়ি উপজেলার উত্তর পাথালিয়ায় বইছে আনন্দের বন্যা। কৃষ্ণাকে একনজর দেখার জন্য তাঁর গ্রামসহ আশপাশের মানুষের উপচেপড়া ভিড় জমে। তাঁর আগমনে গ্রামবাসী অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত।

এদিকে আগামীকাল শনিবার কৃষ্ণাকে নাগরিক সংবর্ধনা দেবে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণাসহ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও কৃষ্ণা রানী সরকারের কারিগর স্কুলশিক্ষক গোলাম রায়হান বাপনকে সংবর্ধনা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত