হালের গরু কমে যাওয়ায় মই টানছে মানুষ
জমি চাষের সঙ্গে গরু ও মহিষের সম্পর্ক সেই আদিকাল থেকে। আগে গ্রামে কৃষকের বড় পরিচয় ছিল যার বাড়িতে গরু, লাঙল ও জোয়াল তিনি কৃষক। সাধারণত কৃষি জমিতে গরু দিয়ে টানা লাঙলে জমি চাষ ও মই দিয়ে চাষের জমি সমান করে ফসল ফলানো হয়। আধুনিক যুগে এসে চাষের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর।