Ajker Patrika

ভাষাশহীদ আনোয়ারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৩
ভাষাশহীদ আনোয়ারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ভাষাশহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষাসৈনিকের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ কর্মসূচির আয়োজন করে আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি।

আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মাহাবুবুল হক বাবলু, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভাষা শহীদ আনোয়ার হোসেন ১৯৩০ সালে আশাশুনির বুধহাটা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। খুলনার বিএল কলেজে পড়াকালীন তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন পর তিনি মুক্তি পান।’

বক্তারা আরও বলেন, ১৯৪৯ সালে ভাষা আন্দোলনের মিছিল থেকে পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে। এ সময় তাঁকে প্রথমে কোতোয়ালী থানায় রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। তাতে সাতজন কারাবন্দী নিহত হন। তার মধ্যে ছাত্র নেতা আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোনো স্বীকৃতি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত