Ajker Patrika

মেয়র-কাউন্সিলরদের পাল্টাপাল্টি অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৫
মেয়র-কাউন্সিলরদের পাল্টাপাল্টি অভিযোগ

সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ তুলে গত রোববার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মেয়র তাজকিন আহমেদ চিশতী। এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। এ সময় তিনি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যক্রম পরিচালনা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সাতক্ষীরা পৌরসভার মর্যাদা হানিকর কার্যকলাপ করার অভিযোগ করেন। এর মধ্যে, পানির বিল মওকুফ করা, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম, ময়লার ও সেপটিক ট্যাংক পরিস্কারের টাকা আত্মসাৎ, পৌরকর ও লাইসেন্স ফি মওকুফের অভিযোগ উল্লেখ করেন।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ বলেন, ‘এ ধরনের অনিয়মের অভিযোগ জনগণের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া (বিভিন্ন ফি মওকুফ) জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য। পানির বিল, পৌরকর ও লাইসেন্স ফি মওকুফ করার বিষয়টি জনস্বার্থে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত