Ajker Patrika

প্রকৌশলীর ঘরে ডাকাতি মাকে কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ২৩
প্রকৌশলীর ঘরে ডাকাতি মাকে কুপিয়ে জখম

সাতক্ষীরা জেলা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আবদুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত গ্রিল ভেঙে বসতঘরে ঢুকে সবাইকে জিম্মি করে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এ সময় ডাকাতদের রামদার কোপে প্রকৌশলী আবদুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) জখম হয়েছেন। ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করেছেন বলে বাড়ির মালিক দাবি করেছেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আবদুর রাশীদ জানান, রাত ৪টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতেরা তাঁর বৃদ্ধা মা রাহেলা বেগমকে রামদা দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। পরে তাঁরা একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে এবং মোবাইলগুলো নিয়ে নেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে নগদ টাকা, ক্যামেরা ও সোনার গয়না লুট করে।

তিনি আরও বলেন, ডাকাতরা সবাই বয়সে খুবই তরুণ। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। তাঁরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছে, কাউকে বললে পরবর্তীতে তাঁদের ছেলে-মেয়েদের অপহরণ করা হবে।

প্রকৌশলী কাজী আবদুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) বলেন, ‘বাড়িতে আমরা ৮ জন ছিলাম। ডাকাতেরা সবার হাত বেঁধে ফেলে। রামদা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিল তাঁদের হাতে। যাওয়ার সময় ডাকাতেরা তাঁদের মোবাইলগুলো ঘরের ভেতর ফেলে রেখে গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর বলেন, ‘প্রকৌশলী কাজী আবদুর রাশীদ এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত