Ajker Patrika

‘দেশের ভাবমূর্তি ছোট করছে সরকার’

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
‘দেশের ভাবমূর্তি ছোট করছে সরকার’

সরকার তার কর্মকাণ্ড দিয়ে দেশের ভাবমূর্তি ছোট করছে বলে মন্তব্য করেছেন জাসদের (আম্বিয়া) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া। গত শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত জাসদের (আম্বিয়া) সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শরীফ নুরুল আম্বিয়া আরও বলেন, ‘বর্তমানে যে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে তাতে সরকার ২০১৮ এর মতো আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখে দেশে আবারও পরিবারতন্ত্র কায়েমের চেষ্টা চালাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশ একটি অগণতান্ত্রিক দেশে পরিণত হবে। একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে না পারলে দেশে তালেবানি শক্তির উত্থান ঘটতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা সরকারের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।’ এ জন্য নতুন করে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী। সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম খোকন, শাজাহান আলী সাজু, অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, দেবাশীষ দাস, আশরাফ সরদার, মকবুল হোসেন, হায়দার আলী শান্ত, কাজী নাসিরুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল হাবিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত