Ajker Patrika

তিন খুনের আসামি শফিকুল গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৩০
তিন খুনের আসামি শফিকুল গ্রেপ্তার

সাতক্ষীরায় তিন খুনের মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার শাল্যে গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তন্ময় বসুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে তাঁর বাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শফিকুল ইসলাম সদর উপজেলার শাল্যে গ্রামের বাসিন্দা।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তন্ময় বসু বলেন, ‘২০০০ সালে মাছখোলা বাজারে খুন হন তালা উপজেলার হোসেন আলী ও আবু বক্কার নামে দুজন। এছাড়া আরও একটি খুনের মামলার আসামি তিনি। এ দুইটি মামলার আসামি ছিলেন শফিকুল ইসলাম। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত শুক্রবার রাতে তিনি বাড়িতে এসেছেন এমন সংবাদের ভিত্তিতে আমরা তাঁকে গ্রেপ্তার করি।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহ. গোলাম কবির জানান, একটি হত্যা মামলার আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। আসামি শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শফিকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত