আসছে ‘রেস ফোর’, প্রধান চরিত্রে সাইফ আলি নাকি সালমান
বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’,