শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ।
‘দেবা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাহিদ। সাইফ আলী প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি, সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি সেরে উঠুক, এটাই চাই। যা ঘটেছে এতে আমরা ভীষণ মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে অন্তত কঠিন। আমি নিশ্চিত, পুলিশ যথাসম্ভব তাদের দিক থেকে চেষ্টা করছে। সাধারণত মুম্বাইয়ে এ রকম ঘটনা ঘটে না। আমাদের শহর অত্যন্ত নিরাপদ একটা জায়গা। আমরা গর্বের সঙ্গে বলি, আমাদের পরিবারের সদস্যরাও যদি রাত ২ বা ৩টার সময় বাইরে থাকে তারা নিরাপদ।’
গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন সাইফ আলী খান। অজ্ঞাতনামা এক ব্যক্তি মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যেখানে স্ত্রী কারিনা ও দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে থাকেন সাইফ। আক্রমণকারী যখন জেহর রুমের দিকে যাচ্ছিল, ওই সময় জেহর আয়া তাঁকে দেখে ফেলে। তাঁর চিৎকারে ছুটে আসেন সাইফ। আক্রমণকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে আক্রমণকারী পালিয়ে যায়।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ।
‘দেবা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাহিদ। সাইফ আলী প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি, সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি সেরে উঠুক, এটাই চাই। যা ঘটেছে এতে আমরা ভীষণ মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে অন্তত কঠিন। আমি নিশ্চিত, পুলিশ যথাসম্ভব তাদের দিক থেকে চেষ্টা করছে। সাধারণত মুম্বাইয়ে এ রকম ঘটনা ঘটে না। আমাদের শহর অত্যন্ত নিরাপদ একটা জায়গা। আমরা গর্বের সঙ্গে বলি, আমাদের পরিবারের সদস্যরাও যদি রাত ২ বা ৩টার সময় বাইরে থাকে তারা নিরাপদ।’
গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন সাইফ আলী খান। অজ্ঞাতনামা এক ব্যক্তি মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যেখানে স্ত্রী কারিনা ও দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে থাকেন সাইফ। আক্রমণকারী যখন জেহর রুমের দিকে যাচ্ছিল, ওই সময় জেহর আয়া তাঁকে দেখে ফেলে। তাঁর চিৎকারে ছুটে আসেন সাইফ। আক্রমণকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে আক্রমণকারী পালিয়ে যায়।
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১৮ মিনিট আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
৩১ মিনিট আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
৩৬ মিনিট আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৫ ঘণ্টা আগে