এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
বর্তমানে সাইফ এবং কারিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেন কারিনা।
উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
বর্তমানে সাইফ এবং কারিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেন কারিনা।
উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
৩৯ মিনিট আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৫ ঘণ্টা আগে