বালু উত্তোলনে ঝুঁকিতে সেতু
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় ভাঙনের ঝুঁকি ও হুমকির মুখে চরবালিয়া সেতু। আশপাশ দিয়ে বালু তোলায় সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার আশঙ্কায় দেখা দিয়েছে। হুমকিতে সেতুটি। উপজেলা প্রশাসন বলছে, বালু তুলতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু তুললে ব্যবস্থা নেওয়া হবে।