Ajker Patrika

নিখোঁজের ১১ বছর পরও সন্ধান মেলেনি খালেকের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২: ৫০
নিখোঁজের ১১ বছর পরও সন্ধান মেলেনি খালেকের

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ আব্দুল খালেক ফকিরের সন্ধানের দাবি জানিয়েছেন ছেলে মিজানুর রহমান। গতকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।

আব্দুল খালেক ফকিরের ছেলে মিজানুর রহমান বলেন, উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান আমাদের ৭৬ শতাংশ জমি কৌশলে জবর দখল করে নেয়। এ নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ জানুয়ারি বাবাকে (আব্দুল খালেক ফকির) অপহরণ করা হয়। অপহরণের ১০ দিন পর সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করার সংবাদে তাঁরা আরও ক্ষিপ্ত হন। ওই জমিতে (৭৬ শতাংশ) গেলে সম্প্রতি বাবার মতো আমাদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেন তাঁরা। পরে তিনি বাদী হয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এনামুল হককে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।

তিনি খালেক ফকিরকে জীবিত বা মৃত ফেরত পেতে জোর দাবি জানান। এ সময় খালেক ফকিরের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, ছেলের বউ নার্গিস আক্তার, ভাতিজা কামাল হোসেন ও ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে এনামুল হক বলেন, তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ পিবিআইতে তদন্তাধীন রয়েছে। তবে ওই জমি তাঁরা জবর দখল করেননি। তাঁদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, কিছুদিন আগে মামলাটির তদন্ত ভার পেয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত