Ajker Patrika

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানার একটি সূত্র জানায়, যমুনা সার কারখানার ভেসেলে শনিবার বিকেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে বলেও জানায় ওই সূত্রটি। 

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি শনিবার বিকেল সাড়ে ৫টায় যমুনা সারকারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পান। তাঁর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে যমুনা সার করখানার অতিরিক্ত রাসায়নিক কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ‘কারখানার ভেসেলে শনিবার বিকেলে লিকেজ দেখা দেয়। লিকেজ সারাতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত