বছরে একটি চিঠিও পড়েনি ডাকবাক্সে
এক বছরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ডাক বিভাগের বাক্সে একটি চিঠিও পড়েনি। অথচ একটা সময়ে ডাকবাক্স ভরে যেতো চিঠিতে। চিঠির অপেক্ষায় পোস্ট অফিসের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত মানুষকে। এখন দিন-মাস যায়, বছর পেরিয়েও খোলা হয় না ডাকবাক্স। কারণ ডাকবাক্সে এখন আর চিঠি আসে না।