Ajker Patrika

ফেসবুক পোস্টের সুবাধে পেলেন সেলাই মেশিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ২৪
ফেসবুক পোস্টের  সুবাধে পেলেন সেলাই মেশিন

ফেসবুক পোস্টের কল্যাণে সেলাই মেশিন পেয়েছেন সুজেনা আক্তার নামের অসহায় এক নারী। গতকাল শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে সুজেনার হাতে সেলাই মেশিনটি তুলে দেন ‘গরিবের বন্ধু ফাউন্ডেশনের’ দাতা সদস্য মো. ইয়াকুব মিয়া।

সেলাই মেশিন পেয়ে সুজেনা আক্তার আনন্দে কেঁদে বলেন, ‘আগের মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার পর কত আত্মীয়স্বজনের কাছে গেলাম সহযোগিতার জন্য; কিন্তু কেউ সাড়া দেননি। এই সেলাই মেশিন ছাড়া জীবিকার আর কোনো উপায় ছিল না। সেলাই মেশিনটিই আমার বেঁচে থাকার সম্বল। মেশিনটি পেয়ে আমি অনেক খুশি হয়েছি।’

ফেসবুকে পোস্টদাতা সংবাদকর্মী মনসুর আলী জানান, গত কয়েক দিন আগে অসহায় সুজেনা আক্তার আক্তারকে কষ্টের কথা তুলে ধরে একটি ভিডিও চিত্র ফেসবুকে শেয়ার করা হয়। ফাউন্ডেশনের সদস্য ইয়াকুব , প্রবাসী রাজু এবং সাকিবের নজরে পড়লে তাঁরা সেলাই মেশিন দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করেন।

ইয়াকুব মিয়া জানান, অসহায় সুজেনাকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনটি দিতে পেরে অনেক ভালো লেগেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...