Ajker Patrika

নির্বাচনী লড়াইয়ে পত্রিকার হকার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ০৪
নির্বাচনী লড়াইয়ে  পত্রিকার হকার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে লড়ছেন হাবিবুর রহমান হাবিব (৩৫) নামের এক পত্রিকা হকার। ৪ নম্বর ওয়ার্ডের (বাদে অরুয়াইল-বারপাইকা) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। হাবিব উপজেলার অরুয়াইল ইউপির বাদে অরুয়াইল গ্রামের মো. শুক্কর মিয়ার ছেলে। সাতজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তালা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন তিনি।

পত্রিকা পড়া এবং বিক্রি করা তাঁর নেশা। পত্রিকা বিক্রি শুধু তাঁর জীবিকা নয়; জনগণের সেবা করার অন্যতম মাধ্যম হিসেবেও দেখেন তিনি। সাত বছর ধরে তিনি অরুয়াইলের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরেছেন; দেখেছেন সমাজের নানা বৈষম্য আর অনিয়ম। এরপর থেকে তাঁরও ইচ্ছা জাগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে। এলাকায় তিনি ‘গরিবের বন্ধু’ উপাধিও পেয়েছেন অনেক আগে। এবার তাই জনগণের পাশে দাঁড়াতে সরাসরি নির্বাচনে লড়ছেন তিনি। তবে জনগণ তাঁকে ভোট দিয়ে জয়ী করলেও পত্রিকা বিক্রি ছাড়বেন না হাবিব।

দৈনিক আজকের পত্রিকাকে হাবিব বলেন, ‘আমি টাকাপয়সা জমাতে চাই না। মানুষের সেবা করতে চাই। উপকারী মন আমার। আমাদের হাওর এলাকায় পত্রিকা বিক্রির কোনো মানুষ নেই। এ জন্য মানুষের সেবা মনে করে পত্রিকা বিক্রি শুরু করি। ছোটবেলা থেকেই পত্রিকা পড়ি। পত্রিকাসংক্রান্ত কাজ আমার খুব ভালো লাগে। গরিব-দুঃখী মানুষের সেবা করার ইচ্ছায় নির্বাচনে দাঁড়িয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশা আল্লাহ।’

উপজেলা শহরে অবস্থিত পত্রিকার এজেন্ট ‘জাকির পত্রিকা বিতান’-এর স্বত্বাধিকারী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাবিব সদস্য পদে নির্বাচন করছেন শুনে খুশি হয়েছি। তাঁর মঙ্গল কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...