Ajker Patrika

৯৫ প্রার্থীকে ৭ লাখ টাকা জরিমানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ৪৩
৯৫ প্রার্থীকে ৭ লাখ টাকা জরিমানা

সরাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করায় ৯৫ প্রার্থীকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ৮টা পর্যন্ত গত ৭ দিনে ৯টি ইউনিয়নে দেয়ালে পোস্টার সাঁটানো, কর্মী-সমর্থকদের মধ্যে খাবার বিতরণ ও মিছিল করার অপরাধে এসব প্রার্থীদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, গত ৭ দিনে আচরণবিধি লঙ্ঘন করায় ২২ জন ইউপি চেয়ারম্যান ৫৯ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের এ জরিমানা করা হয়েছে। প্রার্থী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত