Ajker Patrika

এক ইউপিতেই ১৩ চেয়ারম্যান প্রার্থী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ০৩
এক ইউপিতেই ১৩ চেয়ারম্যান প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউপি নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন। এর মধ্যে এক ইউপিতেই চেয়ারম্যান প্রার্থী ১৩ জন। সব মিলিয়ে এবারের নির্বাচনে এই পাকশিমুল ইউপিতেই সর্বোচ্চ চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা।

৩১ হাজার ৭৪৫ জন ভোটারের এই ইউপিতে ভোটগ্রহণ করা হবে ১২টি কেন্দ্রে। চেয়ারম্যান প্রার্থী ১৩ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ১৫ জন, সাধারণ সদস্যপ্রার্থী ৪৬ জন। এই ১৩ প্রার্থীকে এলাকার সব ভোট সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে জুটবে মাত্র ২ হাজার ৪৪১ ভোট করে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন-মো. সাইফুল ইসলাম (নৌকা), আব্দুল্লাহ সরকার (স্বতন্ত্র), ইমরান হোসেন (মোটরসাইকেল), কাউসার হোসেন (আনারস), কাজী ওবায়দুল হক (লাঙল), কুতুবুল আলম (দুটি পাতা), জিয়াউর রহমান (টেলিফোন), মো. আব্দুল্লাহ (চশমা), মো. আবুল কাশেম (অটোরিকশা), আব্দুল্লাহ ভুঁইয়া (ঢোল), ম. আলফু মিয়া (ঘোড়া), মো. ওয়ালীউল্লাহ (মিনার), মিন্নত আলী (হাতপাখা)।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই এই ইউপিতে জমজমাট হচ্ছে প্রার্থীদের প্রচারণা। ভোটের মাঠে ওই ১৩ প্রার্থীর বাড়ি বাড়ি বিচরণে ভোটারদের মধ্যেও বেড়েছে ব্যস্ততা।

ওই ইউপির বরইচারা গ্রামের ভোটার আক্তার হোসেন (৩৮) বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক প্রার্থীর সঙ্গে কথা শেষ হতে না হতেই আরেক প্রার্থী এসে দরজার কড়া নাড়ছেন।

৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা প্রার্থী ৫ জন, সাধারণ সদস্য প্রার্থী (মেম্বার) ৬ জন আর চেয়ারম্যান প্রার্থী আছেন ১৩ জন। এই ওয়ার্ডে মোট ২৪ জন প্রার্থী ভোট প্রার্থনায় ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। ওই ২৪ প্রার্থীর একটি করে প্রচারণার মাইকের শব্দে অনেকটাই অতিষ্ঠ ওয়ার্ডবাসী।

প্রার্থীরা বলছেন, ভোটার সংখ্যার তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তিক্ততা এড়াতে ভোটারদের অবসর সময় বেছে নিয়ে তাদের কাছে ভোট প্রার্থনায় যাচ্ছেন প্রার্থীরা।

সরাইল উপজেলার সবকটি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এবারই প্রথম ইউপি নির্বাচনে তিন নারী প্রার্থী চেয়ারম্যান পদে ভোটে দাঁড়িয়েছেন। তবে পাকশিমুল ইউপিতে কোনো নারী চেয়ারম্যান প্রার্থী নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত