Ajker Patrika

‘নির্বাচনে কোনো প্রার্থীই আইনের ঊর্ধ্বে নয়’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ২৫
‘নির্বাচনে কোনো প্রার্থীই আইনের ঊর্ধ্বে নয়’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউপি নির্বাচনে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। কোনো প্রার্থী অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাঁকে এর মাশুল দিতে হবে। কোনো প্রার্থীই আইনের ঊর্ধ্বে নয়।

ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে সরাইল থানার উদ্যোগে উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার ১ নম্বর অরুয়াইল ইউপির প্রার্থীরা।

অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেনসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীপ্রার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, প্রার্থীর পক্ষ নিয়ে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত