‘মেয়েকে বলে রেখেছি, আমার মৃত্যুর পর কোনো রাষ্ট্রীয় পদক নেবে না’
বাংলাদেশে হাওয়াইয়ান গিটার জনপ্রিয় করার নেপথ্য সৈনিক শিল্পী এনামুল কবির। বয়স এখন ৮০। কৈশোর-যৌবনে পেয়েছেন বঙ্গবন্ধুর স্নেহ, সান্নিধ্য। স্বাধীনতার গান, মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুর গান, দেশাত্মবোধক গান, লোকজ গানে তাঁর অবদান উল্লেখ করার মতো।