Ajker Patrika

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গাইলেন আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৭: ১৮
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গাইলেন আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি

প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর লেখা ও সুর করা বহুল জনপ্রিয় গান ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’। গানটি নতুন করে গেয়েছেন তাঁর সহধর্মিণী মিমি আলাউদ্দিন। গত মঙ্গলবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি মূলত আলাউদ্দিন আলী বিটিভিতে প্রচারের জন্য লিখেছিলেন এবং সুর করেছিলেন। ১৯৮২ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। এই গান গেয়েই মিতালী মুখার্জি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর বাংলাদেশের বহু শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে গানটি গেয়েছেন।

গানটির নতুন সংগীতায়োজনের এই উদ্যোগ নিয়েছেন অনুপম রেকর্ডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন। মূলত তাঁর উৎসাহেই গাইলেন মিমি আলাউদ্দিন। গানটি নিয়ে মিমি বলেন, ‘নতুন করে গানটি গাওয়ার জন্য নিজেকে তৈরি করেছি। বারবার গানটি শুনেছি। মিতালী দিদিকে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর সহযোগিতা নিয়েছি। কীভাবে শব্দগুলো উচ্চারণ করতে হবে, কীভাবে গাইলে শুনতে ভালো লাগবে, এমন নানা বিষয় তিনি বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি তাঁর কথাগুলো শ্রদ্ধার সঙ্গে নিয়ে মনে গেঁথে গানটি গাইবার চেষ্টা করেছি। আজ শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী বেঁচে থাকলে খুব খুশি হতেন। কারণ এটি ছিল তাঁর ভীষণ প্রিয় একটি গান।’

ফোয়াদ নাসের বাবু দীর্ঘদিন আলাউদ্দিন আলীর সঙ্গে কাজ করেছেন। গানটি রেকর্ডিংয়ের সময় তাঁর কথা মনে করে ফোয়াদ নাসের বাবু কেঁদেছেন। মিমি বলেন, ‘বাবু ভাইয়ের চোখের পানি দেখে আমার চোখেও পানি এসেছে। কৃতজ্ঞ আনোয়ার ভাইয়ের কাছে, তিনি আমাকে গানটি গাইবার সুযোগ দিয়েছেন।’

ঈদে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এদিকে বাংলাদেশ বেতারের জন্য একই দিনে ‘নাই চিনিলে আমায় তুমি’ শিরোনামের একটি নজরুলসংগীতের রেকর্ডিংয়ে অংশ নেন মিমি। গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত