রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
৫ ঘণ্টা আগেইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
১১ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
১১ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১ দিন আগে