মাঙ্কিপক্সের লাগাম টানা এখনো সম্ভব
বিশ্বের ৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আগে মধ্য ও পশ্চিম আফ্রিকায় এ রোগ সীমাবদ্ধ ছিল। বিশেষ করে সেখানে যাঁরা বন্যপ্রাণীর সান্নিধ্যে যেতেন, তাঁদের কেউ কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতেন। কিন্তু এখন রোগটির বৈশ্বিক বিস্তারের প্রেক্ষাপটে মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।