Ajker Patrika

করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে ফ্রান্স, প্রাণহানি বেশি যুক্তরাষ্ট্রে

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২: ৫০
করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে ফ্রান্স, প্রাণহানি বেশি যুক্তরাষ্ট্রে

বিশ্বে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৪ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, বিশ্বে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৯২৭ জনের। এ পর্যন্ত প্রাণহানি ৬৩ লাখ ৬৮ হাজার ৯০১ জনের। তবে সেরে উঠেছেন ৫৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৪১৩ জন। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ফ্রান্সে। এই সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২৬৫। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৬০৭ জন এবং মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৯৪৩ জন। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ফ্রান্সেএদিকে করোনার দৈনিক প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। আর নতুন রোগী শনাক্ত ৯১ হাজার ৪৭২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে সংক্রমণ ৯ কোটি ছাড়িয়েছে এরই মধ্যে। আর মোট প্রাণহানি ১০ লাখ ৪৫ হাজার ৮০ জনের। 

করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যার তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১৮ হাজার ৪১৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৩০২ জন এবং মারা গেছে ৫ লাখ ২৫ হাজার ৩০৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত