আর কখনো দৌড়াতে পারবেন না শোয়েব
উইকেট সংখ্যা নয়, শুধু গতির কারণে শোয়েব আখতারকে ক্রিকেট বিশ্ব মনে রাখবে আরও অনেক দিন। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ (ঘণ্টায় ১৬৩.৩ কিলোমিটার গতিবেগ) গতির বলটিও করেছিলেন এই সাবেক ফাস্ট বলাড়। প্রায় বাউন্ডারি লাইনের কাছ থেকে ছুটে এসে ২২ গজে গতির ঝড় তোলা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন থেকে আর স্বাভাবিকভাবে দৌড়াতে