Ajker Patrika

মুক্তি পাচ্ছে শোয়েবের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮: ৫৬
মুক্তি পাচ্ছে শোয়েবের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

শোয়েব আক্তার ক্রিকেট ইতিহাসের অন্যতম বৈচিত্র্যময় এক চরিত্র। বিশ্বের সর্বোচ্চ গতির বোলার খেলোয়াড়ি জীবনে নানা ঘটনার জন্ম দিয়েছেন। কখনো নিজের ক্রিকেট দক্ষতা দিয়ে আবার কখনো বিতর্কিত কাণ্ডে জড়িয়ে। গতিতে পরাস্ত করে প্রতিপক্ষদের কটাক্ষও করতেন তিনি। এমন বিতর্কিত চরিত্রটি এবার দেখা যাবে বোকাবাক্সে।

শোয়েবকে নিয়ে বানানো হয়েছে বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বায়োপিকটি মুক্তি পাবে আগামী বছরের ১৬ নভেম্বর। পাকিস্তানি ফাস্ট বোলার নিজেই বিষয়টি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির মোশন পোস্টার শেয়ার করেছেন শোয়েব। তিনি ছবিটির ক্যাপশনে নিজের সহজাত চরিত্রের পরিচয় দিয়ে লিখেছেন, ‘এই সুন্দর যাত্রার সূচনা। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে চলার ঘোষণা করছি। আপনারা বায়োপিকে এমন কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি। পাকিস্তানি ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে এটি প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত শোয়েব আক্তার।’ 

শোয়েবের ওপর নির্মিত বায়োপিকটির পরিচালক ফারাজ কায়সার। এটির প্রযোজনা প্রতিষ্ঠান কিউ ফিল্ম প্রডাকশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ঘোষণা জানিয়েছেন পরিচালকও। তিনি লিখেছেন, ‘২০১৬ সালের পরিকল্পনা অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। আমার প্রথম ফিচার ফিল্মের পোস্টার প্রকাশ পেয়েছে।’

শোয়েব আক্তার সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত