Ajker Patrika

মওকা, মওকা বললেও ম্যাচের ফলই সবকিছু

মওকা, মওকা বললেও ম্যাচের ফলই সবকিছু

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই চরম উত্তেজনা। খেলায় দুই দলের লড়াই চলে সমানে সমান। কিন্তু বিশ্বকাপের ম্যাচ হলে ফলাফলটা দাঁড়ায় একপেশে। সব সংস্করণের বিশ্বকাপ ম্যাচ এখন পর্যন্ত একটি ম্যাচেই ভারত হেরেছে। ফলে এই সুযোগটাই কাজে লাগান ভারতীয় ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচ নিয়ে সগর্বে ভবিষ্যদ্বাণী করেন তাঁরা। এ তালিকায় ওপরের দিকেই নাম থাকে হরভজন সিংয়ের। কিন্তু এবার তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করবেন না। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও ভবিষ্যদ্বাণী করেছিলেন হরভজন। তিনি সে ম্যাচ নিয়ে শোয়েব আখতারকে বলেছিলেন, ‘পাকিস্তানের ম্যাচটি খেলার দরকার নেই। তোমাদের উচিত আমাদের ওয়াকওভার দেওয়া। তোমরা খেলবে এবং আবার হারবে। ফলে তোমাদের মন খারাপ হবে। আমাদের দল পরিপূর্ণ ও খুবই শক্তিশালী। ছেলেরা তোমাদের খুব সহজেই হারাবে।’ 

কিন্তু ম্যাচের ফল হয় উল্টো। ভারত ১০ উইকেটের বিব্রতকর হারের তিক্ত স্বাদ পায়। ম্যাচের পর ভাজ্জিকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করে। সেই বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন সাবেক ভারতীয় অফ স্পিনার। তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপে চাচ্ছেন না ভবিষ্যদ্বাণী করতে। বিশ্বকাপজয়ী স্পিনার এবার পাকিস্তানি পেসারকে বলেছেন, ‘এ বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। আমি কোনো মতামত দেব না, ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতবে তা নিয়েও বলব না। মওকা, মওকা বলি আর যাই বলি আমাদের দেখতে হবে ম্যাচে কী ঘটবে। গতবার খুব বাজে অবস্থা হয়েছে।’ 

শোয়েবও উপদেশ দিয়েছেন ভাজ্জিকে কোনো ভবিষ্যদ্বাণী না করতে। হরভজনও সম্মতি দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র কথাতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত