Ajker Patrika

বাসে বসা নিয়ে হাতাহাতি হয়েছিল আফ্রিদি-বাটের, ফাঁস করলেন শোয়েব

বাসে বসা নিয়ে হাতাহাতি হয়েছিল আফ্রিদি-বাটের, ফাঁস করলেন শোয়েব

পাবলিক বাসের সিটে বসা নিয়ে হার হামেশায় সাধারণ যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাই বলে পেশাদার দলের খেলোয়াড়দের মধ্যেও এমন ঘটনা! 

অবাক করার মতো মনে হলেও ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ক্রিকেটে। 

২০০৭ সালে শহীদ আফ্রিদি ও সালমান বাটের মধ্যে হয় এমন বাদানুবাদ হয়েছে। গতিতারকা শোয়েব আখতার তাঁর আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ এ বিষয়ে লিখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলোচনা হলে নতুন বিতর্ক শুরু হয়। 

শোয়েব বলেছেন, ‘২০০৭ সালে অনুশীলন শেষে ফেরার সময় আফ্রিদি ও বাটের মধ্যে ঘটনাটি ঘটে। বাট আমার পাশের সিটে বসেছিল। আফ্রিদি এসে ওকে অন্য জায়গা বসতে বললে কথা-কাটাকাটি হয়। দলের ম্যানেজার তালাত আলী এ ঘটনায় খুব রেগে গিয়ে আফ্রিদিকে বাড়িতে পাঠাতে চেয়েছিলেন।’ 

সাবেক ওপেনার বাট এ বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘প্রতিটি দলে এমন কিছু ঘটনা থাকে। আফ্রিদি আমার বন্ধু ছিলেন না। তবে সিনিয়র ছিলেন। আমাদের মধ্যে তখন ভালো সম্পর্কও ছিল। দুজন খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝাবুঝিতে কিছু ঘটনা ঘটতেই পারে। সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা ভালো কাজ নয়।’ 

পাকিস্তান ক্রিকেটে অবশ্য এসব নতুন কিছু নয়। স্পট ফিক্সিং, না কেলেঙ্কারি, নিজেদের মধ্যে হাতাহাতি তাঁদের কাছে নিত্যনৈমিত্তিক ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত