ক্রীড়া ডেস্ক
উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে।
আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’
তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’
উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে।
আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’
তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৭ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৮ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
১০ ঘণ্টা আগে