Ajker Patrika

ডু প্লেসির নেতৃত্ব পছন্দ নয় শোয়েবের

ডু প্লেসির নেতৃত্ব পছন্দ নয় শোয়েবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুম শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাঁর জায়গায় এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসি। ৩৮ বছর ছুঁই ছুঁই এই অধিনায়ককে নিয়ে সমালোচনায় মেতে উঠলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। 

ডু প্লেসির অধীনে আইপিএলে অম্লমধুর সময় কাটাচ্ছে বেঙ্গালুরু। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দল জিতেছে দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেঙ্গালুরুকে জেতাতে পারেননি ডু প্লেসি। পরের ম্যাচে অবশ্য তিনি আউট হন ৫ রানে। কিন্তু তাঁর দুর্দান্ত নেতৃত্বের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। 

ব্যাটিং এবং নেতৃত্ব নিয়ে এখনই তুমুল প্রশংসা পাচ্ছেন ডু প্লেসির। কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটারের অধিনায়কত্ব পছন্দ নয় বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পেসার শোয়েবের। আজ ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে পাকিস্তানি কিংবদন্তি বলেছেন, 'বিরাট সরে দাঁড়িয়েছেন এবং ডু প্লেসি দায়িত্ব নিয়েছেন। সে তার মতোই দলকে নেতৃত্ব দেবেন। সত্যি বলতে, আমি ফাফ ডু প্লেসির বড় কোনো ভক্ত নই। কারণ আমি তার নেতৃত্বে (বিশেষ) কিছু দেখিনি।' 

শোয়েবের মতে অধিনায়ক হিসেবে ডু প্লেসিকে প্রমাণ করতে হবে। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, 'আগেও বলেছি, ফাফকে একটা জায়গায় (অধিনায়কত্বে) প্রমাণ করতে হবে। এই মুহূর্তে আমি তার নেতৃত্বে তেমন তীক্ষ্ণতা দেখছি না। তাকে একটা বিরাট ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া হয়েছে, দেখা যাক তিনি তাদের (বেঙ্গালুরুর) ভাগ্য পুনরুজ্জীবিত করতে পারেন কিনা।' 

আজ রাত ৮টায় আইপিএলের চলতি মৌসুমে তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে ডু প্লেসির বেঙ্গালুরু। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত