পানির সঙ্গে জনজীবনে দুর্ভোগও বাড়ছে
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মা, যমুনা ও তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে চলেছে। তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে পানি প্রবেশ করেছে শরীয়তপুর, সিরাজগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও গাইবান্ধার নিচু এলাকায়। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।