Ajker Patrika

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮ 

প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮ 

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। জাজিরা উপজেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম মাতবর ও জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৭ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাতবর ও আওয়ামী লীগ নেতা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাতবরে মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত দুই দিন ধরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে রোববার দুপুরে খোসাল সিকদার কান্দি গ্ৰামে উভয় পক্ষের সমর্থকেরা প্রতিপক্ষের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সেলিমের সমর্থকদের মধ্যে আট ও ইলিয়াছের সমর্থকদের সাতজন আহত হয়। দুই পক্ষের অন্তত ৩০টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে জাজিরা থানার সহকারী উপপরিদর্শক জালাল উদ্দন মণ্ডল, কনস্টেবল আলম মিয়া ও মিজানুর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্ত সাত আসামিকে আটক করেছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তারা সকলেই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। যারা সংঘর্ষ ঘটিয়েছেন তাদের পক্ষে এখনও কোন মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত