প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)
শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুতের দায়ে সুমন সাহা (৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দাসের জঙ্গল এলাকার দিলীপ সাহার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন দাশের জঙ্গল বাজারের কতিপয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার অবৈধ কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে উপজেলার দাশের জঙ্গল বাজারের ৫টি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩টি গোডাউন থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ পিস চায়না চ্যাঁই জব্দ করা হয়। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাশের জঙ্গল বাজারের ৫টি গোডাউনে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুতের দায়ে সুমন সাহা (৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দাসের জঙ্গল এলাকার দিলীপ সাহার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন দাশের জঙ্গল বাজারের কতিপয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার অবৈধ কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে উপজেলার দাশের জঙ্গল বাজারের ৫টি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩টি গোডাউন থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ পিস চায়না চ্যাঁই জব্দ করা হয়। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাশের জঙ্গল বাজারের ৫টি গোডাউনে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪