Ajker Patrika

স্বামীর ইটের আঘাতে আর ঘুম ভাঙেনি রাজিয়ার

প্রতিনিধি, শরীয়তপুর
আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৮: ৪৯
স্বামীর ইটের আঘাতে আর ঘুম ভাঙেনি রাজিয়ার

গত মঙ্গলবার রাতে এক দফা মার খেয়ে ঘুমিয়ে পড়েন রাজিয়া। কিন্তু ভোরবেলায় ঘুমের মধ্যে স্বামীর একের পর এক ইটের আঘাতে শেষ পর্যন্ত মরেই গেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আরিফ মুন্সী। গতকাল ভোর ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় আরিফকে আসামি করে মামলা হয়েছে।

রাজিয়ার স্বজনেরা জানান, ২০০১ সালে ফরিদপুর সদর উপজেলার চান মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সির (৪৫) সঙ্গে বিয়ে হয় শরীয়তপুর পৌর শহরের আবুল কালাম ছৈয়ালের মেয়ে রাজিয়া সুলতানার (৩৬)। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা কারণে রাজিয়াকে নির্যাতন করতেন মাদকাসক্ত আরিফ। পারিবারিকভাবে একাধিকবার মীমাংসা করা হলেও নির্যাতন চলতেই থাকে।

মঙ্গলবার রাতেও যৌতুকের দাবিতে স্বামীর মারধরের শিকার হন রাজিয়া। পরে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন আরিফ। পরে সকালে পালং মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইটের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই রাজিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

রাজিয়ার মামা ইয়াদ আলী বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার ভাগনিকে নির্যাতন করত আরিফ। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সালিস বৈঠক করেছি। তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাজিয়ার ভাই রাসেল ছৈয়াল বাদী হয়ে অভিযুক্ত আরিফকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত